অ্যাশেজের দল থেকে বাদ ৮ জন, নেই ব্রড-অ্যান্ডারসনও

অ্যাশেজে ভরাডুবির পর টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চাকরি হারিয়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড, ব্যাটিং কোচ গ্রাহাপ থর্প এবং পরিচালক পদে থাকা অ্যাশলে জাইলস। ম্যানেজমেন্ট বদলের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেও ব্যাপক পরিবর্তন এনেছে অ্যান্ড্রু স্ট্রাউস, পল পলিংউড ও জেমস টেইলরকে নিয়ে গড়া অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেল।

সবচেয়ে বড় চমক ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে জায়গা পাননি জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। নতুন বলে ইংল্যান্ডের সবচেয়ে সফলতম জুটির পরিবর্তে জায়গা পেয়েছেন সাকিব মাহমুদ এবং ম্যাথু ফিশার। এদিকে সর্বশেষ অ্যাশেজ সিরিজের দল থেকে বাদে পড়েছেন মোট আটজন। অধিনায়ক হিসেবে থাকছেন জো রুট।

৬৪০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় তিনে অ্যান্ডারসন। পেসারদের মাঝে যার অবস্থান সবার ওপরে। অস্ট্রেলিয়ার সফরে বোলারদের ব্যর্থতার মাঝেও সবচেয়ে ভালো গড় ছিল তার। তিন ম্যাচে ২৩.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন ৩৯ বছর বয়সি এই পেসার।

আরেক পেসার ব্রড ২৬.৩০ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। অ্যাশেজে ডানহাতি এই পেসারের উইকেট সংখ্যা ১৩১। তাতে বব উইলিস এবং ইয়ান বোথামকে ছাড়িয়ে গেছেন ৩৫ বছর বয়সি এই পেসার। এদিকে সাকিব এর আগে ডাক পেলেও ফিশার দলে জায়গা পেয়েছেন প্রথমবার।

অ্যাশেজের দল থেকে বাদ পড়া বাকিরা হলেন, জস বাটলার, ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, স্যাম বিলিংস এবং ডম বেস। বাটলারের জায়গা উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন বেন ফোকস। ওপেনার হিসেবে রয়েছেন ডারহামের অ্যালেক্স লিস। এদিকে সর্বশেষ ৬ ইনিংসে গড় ১১.১৩ হলেও দলে টিকে গেছেন অলি পোপ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামী ৮ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মার্চ বার্বাডোজের কেনসিংটন ওভালে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৪ মার্চ।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.