কক্সবাজারের চকরিয়ায় দ্রুত গতির পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদী হয়ে নাম না জানা পিকআপটির চালককে আসামি করে মামলাটি করেন। মামলা নম্বর-১৫।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে ঘাতক পিকআপটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে গাড়িটির চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে একই দিন বিকেলে নিহত ৫ ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিজের ৫ সন্তানকে হারিয়ে মা মিনু রাণী সুশীল পাগলপ্রায়। মাত্র ১০ দিন আগে মারা যান তার স্বামী সুরেশ সুশীল। শুদ্ধি স্নানের দিনেই বাবার শ্মশান থেকে ফেরার পথে পিকআপ কেড়ে নিল ৫ সন্তানের প্রাণ। এ ঘটনায় পুরো পরিবারে চলছে আর্তনাদ। নেমে এসেছে শোকের ছায়া।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী পিকআপভ্যানের চাপায় ঘটনাস্থলেই একই পরিবারের ৪ ভাই নিহত হন। আহত হন আরো ৪ জন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান স্মরণ সুশীল। নিহতরা হলেন- ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.