ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৭ লাখ ৩৩ হাজার ৪০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৬৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফরচুন সুজ ১১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আইডিএলসি ফিন্যান্স ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়্যার, বারাকা পাওয়ার, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিবিএস, বীচ হ্যাচারি, বার্জার পেইন্টস, বসুন্ধরা পেপার মিল,বিএসআরএম স্টিল, দেশবন্ধু পলিমার, ডরিন পাওয়ার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, লংকাবাংলা ফিন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট টেক্সটাইল, দ্য পেনিনসুলা, ফার্মা এইডস,পাওয়ার গ্রীড, প্রাইম ফাইন্যান্স,প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ইয়াকিন পলিমার লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.