সিএসই’র নতুন সিআরও মাহাদী হাসান

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মদ মাহাদী হাসানকে নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মাহাদী হাসান ২০০৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডের একজন প্রিন্সিপাল অফিসার এবং রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি সিএসইতে যোগদানের আগে অ্যাথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তিনি বিডি ভেঞ্চার লিমিটেডের ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করেছেন।

মোহাম্মদ মাহাদী হাসান একজন সিএফএ চার্টার হোল্ডার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক এবং ঢাকার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.