আবারও অধিনায়ক বদল চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের নবম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে হুট করে আবারও অধিনায়ক পরিবর্তন করেছে দলটি।

নাইম ইসলামের পরিবর্তে এই ম্যাচে টস করতে নেমেছেন আফিফ হোসেন। নাইমকে একাদশ থেকেই বাদ দেয়া হয়েছে। যদিও তার কোনো ইনজুরি সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন আফিফ নিজেই।

এই ম্যাচে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে চট্টগ্রাম।

এর আগে চট্টগ্রাম পর্বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের আগে হুট করে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব কেড়ে নেয় চট্টগ্রামের ফ্যাঞ্চাইজিটি। এই ঘটনার জেরে মিরাজ টিম হোটেল ছাড়তে উদ্যত হয়েছিলেন। যদিও পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে আলোচনার পর অভিমান ভেঙে টিম হোটেলে ফিরে গেছেন তিনি। এরপর নিয়মিত ম্যাচও খেলছেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.