বিপিএলে বোপারার বল টেম্পারিং

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে হুট করেই সিলেট সানরাইজার্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। নেতৃত্ব পেয়েই বল টেম্পারিং করে আলোচনার জন্ম দিয়েছেন রবি বোপারা।

এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট। খুলনার ইনিংসের নবম ওভারে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। ওভারের তৃতীয় বল করার পর বোপারার কাছ থেকে বল কেড়ে দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা।

টিভি রিপ্লেতে দেখা যায় তৃতীয় বলের আগে বাঁহাত দিয়ে আড়াল করে ডান হাতের দুই আঙুল দিয়ে বল টেম্পারিংয়ের চেষ্টা করেছেন বোপারা। এই বিষয়টি নজর এড়ায়নি মাঠের আম্পায়ারদের।

এর শাস্তি হিসেবে তাৎক্ষণিকভাবে সিলেটের বিপক্ষে ৫ রানের পেনাল্টি দেয়া হয়। যা যোগ করা হয় খুলনার স্কোরকার্ডে। এই ঘটনায় বোপারার আর কোনো শাস্তি হচ্ছে কিনা সেটা ম্যাচ শেষেই জানা যাবে। বল টেম্পারিং নিয়ে মাঠেই আম্পায়াররা বোপারার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। যদিও আম্পায়ারদের তিনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। সেই ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আরও ২ রান দেন সিলেটের এই অধিনায়ক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.