বঙ্গবন্ধুর আইনি লড়াই বইয়ের মোড়ক উম্মোচন

বঙ্গবন্ধুর আইনি জীবন নিয়ে লিখা সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ মশিউর রহমানের লেখা বই “বঙ্গবন্ধুর আইনি লড়াই (১৯৩৮ – ১৯৬৩)’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ২ নং হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত বইটির লেখন আইনজীবী মোহাম্মদ মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার জীবনের প্রায় দীর্ঘ ১৬ বছরই জেলখানায় কাটিয়েছেন। ১৯৩৮ থেকে ১৯৬৩ সাল, মাত্র এই কয়েক বছরে তিনি অসংখ্যবার মামলা, এবং জেলে যাওয়ার মুখোমুখি হয়েছেন। আমরা আমাদের দিক থেকে যদি আইন প্রয়োগের মধ্য দিয়ে, আইনের চর্চার মধ্য দিয়ে দেশ এবং জাতির কল্যানের কথা ভাবি তবে বঙ্গবন্ধুর জীবনের আইনি লড়াইগুলো সম্পর্কে আমাদের জানা দরকার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বইটির মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ এটর্নি জেনারেল এবং আইনজীবী সমিতির সভাপতি এ. এম. আমিন উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মুমতাজ উদ্দিন মেহেদি, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মোতাহার হোসেন সাজু সহ অন্যান্য আইনজীবীরা।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.