ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৩৩ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ২২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্কয়ার ফার্মা ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সোনালী পেপার ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বারাকা পাওয়ার, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ফার্মা এইডস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও ইয়াকিন পলিমার লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.