হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেট থেকে দুই কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগেজ বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরে জুসের প্যাকেটটি স্ক্যান করে ভেতরে স্বর্ণ নিশ্চিত করা হয়।
কাস্টম কর্মকর্তা সূত্রে জানা যায়, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.