নবি-সাকিবের পরই মঈন

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন মঈন আলী। আইসিসির র‍্যাঙ্কিংয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার মিলেছে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এখন তিন নম্বরে তিনি।

মঈনের আগে তালিকায় এক নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং দুই নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তালিকায় নবির রেটিং পয়েন্ট ২৬৫ ও সাকিবের রেটিং পয়েন্ট ২৩১। তিনে ওঠার লড়াইয়ে মঈনের পেছনে ফেলতে হয়েছে দুই ইনফর্ম অলরাউন্ডার, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। মঈনের রেটিং পয়েন্ট ২০৫।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচে ১৪৬ স্ট্রাইক রেটে ১০৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার। পাশাপাশি ৯৩ রান খরচায় নেন ৫ উইকেট। ইকোনমি ছিল ৭.১৫। ইংল্যান্ড ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও প্রশংসিত হয়েছে মঈনের পারফরম্যান্স।

বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মঈন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন টি-টোয়েন্টির এই জাত অলরাউন্ডার। কুমিল্লা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে মঈনকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.