এক দশক পর বাংলাদেশের ফিরলেন জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি হোটেলে গেছেন বাংলাদেশের সাবেক এই কোচ।
এরপর দুই দফায় কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে সিডন্সকে। নেগেটিভ এলে এরপর তিনি বিসিবিতে নিজের কাজে যোগ দেবেন। প্রথমবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও এবার ঠিক কোন জায়গায় কাজ করবেন সেটা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন সিডন্স। সেক্ষেত্রে বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে দায়িত্ব দেয়া হবে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি)।
২০০৭ সালে বিশ্বকাপের পর অক্টোবর মাসে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন সিডন্স। আইসিএলসহ অনেক অধ্যায়ের সাক্ষী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দল হয়ে ওঠা, সাকিব-তামিম-মুশফিকদের ধারাবাহিক পারফর্মার হওয়ার শুরুটাও তার অধীনে। তখন ডেভ হোয়াটমোরের হাত থেকে ছন্দে থাকা একটা দলকেই হাতে পেয়েছিলেন সিডন্স। তার অধীনে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপেও খেলে বাংলাদেশ। তবে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। প্রায় ১১ বছর পর আবারও বাংলাদেশে ফিরলেন তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.