আফগানিস্তান বাংলাদেশে আসবে ১২ ফেব্রুয়ারি

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবেন রশিদ খান- হজরতউল্লাহ জাজাইরা। বিপিএলের মধ্যেই এই সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ এবং ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে যে দুটো টি-টোয়েন্টি সিরিজ হবে সেগুলো ঢাকা এবং চট্টগ্রামে আমরা আয়োজন করব। ভ্রমণের ওপর সরকারের যে দিক নির্দেশনা আছে এবং লজিস্টিক যে সাপোর্ট আমরা করতে পারি এর উপর নির্ধারণ করে আমরা দুটি ভেন্যু ঠিক করেছি। ওয়ানডেগুলো আমরা চট্টগ্রামে ও টি-টোয়েন্টিগুলো ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারিতে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।’

চলমান বিপিএলে দলগুলোর জৈব সুরক্ষা বলয় নিয়ে খানিকটা প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েকদিন আগেই বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলয় ভেঙে হোটেল থেকে বেরিয়ে আসেন। যদিও পরবর্তীতে আবারও হোটেলে ফিরে যান তিনি।

সঙ্গত কারণেই আফগানিস্তান এবং বাংলাদেশের সিরিজে জৈব সুরক্ষা বলয় আরও বেশি ভালো এবং আন্তর্জাতিক মানের হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আন্তর্জাতিক একটা ম্যান আছে জৈব সুরক্ষা বলয়ের। আমরা এই সিরিজে অবশ্যই সেটা ব্যবহার করব।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.