বনশ্রীর মধ্যপাড়া বস্তিতে আগুন

রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া বস্তিতে টিনশেড ঘরে আগুন লেগেছে। বেলা ১১টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করছে।

বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ৫ মিনিটে তারা বস্তিটির কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়েছেন। পরে তাদের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.