এফএসআইবিএলের ‘শরীয়াহ কমপ্লায়ান্ট মডার্ন ব্যাংক অব দ্যা ইয়ার’-২০২১ অর্জন

বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত বাংলাদেশ এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২১ এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. ‘শরীয়াহ কমপ্লায়ান্ট মডার্ন ব্যাংক অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি )  ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  এম. এ. মান্নান, এম.পি-এর নিকট থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক  মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এই আয়োজনে ৫০জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব সেক্টরে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.