সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড চালুর অনুমোদন পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির ‘এসএএমএল গ্রোথ ফান্ড’ নামে ওই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।
আজ সোমবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত কমিশনের ৮০৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকি ২২ কোটি ৫০ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের ইউনিট বিক্রি করে এই অর্থ সংগ্রহ করা হবে।
আলোচিত ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.