ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন আছে, শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন ক্রিস সিলভারউড। তার উত্তরসূরি হিসেবে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবির প্রস্তাবে সাড়া দেননি ল্যাঙ্গার, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মেইলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার সামনে অসহায় ছিল ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে ৪-০ ব্যবধানে হেরেছে জো রুটের দল। অ্যাশেজে ইংলিশদের ভরাডুবির পর বিতর্কের মুখে পড়েছেন সিলভারউড। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে গাইলসকে দায়িত্ব দিয়েছে ইসিবি। গাইলসের দেয়া এই প্রতিবেদন পর্যালোচনা করবেন ইসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান স্যার অ্যান্ড্রু স্ট্রস। এরপর তিনি ইসিবিকে সুপারিশ করবেন।
দ্য মেইলের খবের বলা হয়েছে, গাইলসের এই প্রতিবেদনেই চাকরি হারাতে যাচ্ছেন সিলভারউড। এমনকি গাইলসের নেতৃত্বাধীন কমিটি ইতোমধ্যেই বেশ কয়েকটি সম্ভাব্য বিকল্পের কথাও বলেছে। যেখানে প্রধান কোচ হিসেবে ইসিবির পছন্দের তালিকায় ওপরের দিকে আছেন ল্যাঙ্গার।
এদিকে চলতি বছরের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ল্যাঙ্গারের এবং তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় সিএ। আর সেই সুযোগে তাকে দলের সঙ্গে যুক্ত করতে চায় ইসিবি।
রিপোর্টে আরও বলা হয়েছে, ল্যাঙ্গার ইংল্যান্ডের দায়িত্ব নিতে আগ্রহী নন। বরং অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার পর হয়তোবা কাউন্টি ক্রিকেটে দেখা যেতে পারে তাকে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.