হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

শুধু ম্যাচই নয়, সিরিজ জিততে শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ২০ রান। ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকা স্যাম বিলিংসের সামনে তখন নায়ক হওয়ার স্বপ্ন হাতছানি দিচ্ছে। তবে শেষ ওভারে এসে ম্যাচের সব আলো নিজের করে নিয়েছেন জেসন হোল্ডার। প্রথম বলে নো বল দিলেও পরের টানা তিন বলে ক্রিস জর্ডান, বিলিংস ও আদিল রশিদের উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন তিনি।

ইনিংসের শেষ দুই বলে ইংল্যান্ডের যখন ১৮ রান প্রয়োজন তখন পঞ্চম বলে সাকিব মাহমুদকে আউট করে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়েন হোল্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি। এর আগে ডাবল হ্যাটট্রিক রয়েছে রশিদ খান, লাসিথ মালিঙ্গা এবং কুর্টিস ক্যাম্ফারের। হোল্ডারের এমন অর্জনের দিনে ১৭ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।

আগের চার ম্যাচে দুটি করে জয় পাওয়ায় দুই দলের জন্যই ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ৩১ রান করা মায়ার্স ফিরলে ভাঙে তাদের এই জুটি। উইকেটে থিতু হতে পারেননি রোমারিও শেফার্ড। লিয়াম লিভিংস্টোনের বলে আউট হয়েছেন মাত্র ৬ রানে।

এরপর খানিকটা দেখেশুনে ব্যাটিং করতে থাকা ওপেনার ব্রেন্ডন কিং সাজঘরে ফিরেছেন ৩৪ রানের ইনিংস খেলে। শেষ দিকে নিকোলাস পুরানের ২১, অধিনায়ক কাইরন পোলার্ডের অপরাজিত ৪১ এবং রভম্যান পাওয়েল অপরাজিত ৩৫ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন লিভিংস্টোন এবং রশিদ।

বার্বাডোসের কিংস্টোন ওভালে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জেসন রয়কে হারায় ইংল্যান্ড। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা এই ওপেনার আউট হয়েছেন ৮ রানে। আরেক ওপেনার টম ব্যান্টন ভালো শুরুর আভাস দিলেও ১৬ রানের বেশি করতে পারেননি । তিনে নামা জেমস ভিন্স একপ্রান্তে আগলে রাখার চেষ্টা করলেও মঈন আলীরা সেভাবে সঙ্গ দিতে পারেননি।

চতুর্থ ম্যাচে ৭ ছক্কায় হাফ সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সমতায় ফেরানো মঈন এদিন আউট হয়েছেন ১৯ বলে ১৪ রানের ইনিংস খেলে। এবারের সিরিজে আরও একবার ব্যর্থ লিভিংস্টোন। আকিল হোসেনের বল উড়িয়ে মারতে গিয়ে মাত্র ৬ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার।

ম্যাচে ইংলিশদের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি তুলে নেয়া ভিন্স ৫৫ রানে ফিরলে দলের হাল ধরেন বিলিংস। ডানহাতি এই ব্যাটার ২৮ বলে ৪১ রানের দারুণ এক ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতে ১৭ রানের হারে সিরিজ খোয়াতে হয় ইংল্যান্ডকে। সফরকারীদের ধসিয়ে দেয়ার দিনে ৫ উইকেট নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন হোল্ডার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.