সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে জেতালেন অধিনায়ক মঈন আলী। ব্রিজটাউনে মঈনের দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে সিরিজ ২-২ সমতা এনেছে ইংলিশরা।
টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৩ রান করে ইংল্যান্ড। যদিও শুরুটা ভালো ছিল না ইংলিশদের। দলীয় ৮ রানেই ওপেনার টম ব্যান্টনকে (৪) হারায় তারা। এরপর জেসন রয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন জেমস ভিন্স।
এক ওভারের ব্যবধানে অবশ্য দুজনই ফিরে যান। কাইরন পোলার্ডের বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানকে ক্যাচ দিয়ে ফিরে যান রয়। তার ব্যাটে আসে ৪২ বলে ৫২ রান। আকিল হোসেনের করা এরপরের ওভারে ফিরে যান ভিন্স। তার ব্যাটে আসে ২৬ বলে ৩৪ রান। এরপরের গল্প শুধুই মঈনের। পৃথক পৃথক উইকেট জুটিতে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তিনি। শেষমেশ মঈনের ব্যাটে আসে একটি চার ও সাতটি বিশাল ছক্কায় ২৮ বলে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস।
লিভিংস্টোন ১৫ বলে ১৬ ও স্যাম বিলিংস ৪ বলে অপরাজিত ১৩ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে জেসন হোল্ডার ৪৪ রান খরচায় তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, আকিল ও পোলার্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আগ্রাসী খেলতে থাকেন দুই ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মায়ার্স। উদ্বোধনী জুটিতেই ৬৪ রান তোলেন তারা। দুটি চার ও চারটি ছক্কায় ২৩ বলে ৪০ রান করে ফেরেন মেয়ার্স। এর এক ওভার পর কিং ফেরেন ২৬ রান করে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে হোল্ডার ২৪ বলে ৩৬ রান করেন। আর কোনো ক্যারিবিয়ান ব্যাটার ২৫ রানের গণ্ডি পার হতে পারেননি। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৯ রান করে থামে ক্যারিবিয়ানরা।
ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন মঈন। একটি করে উইকেট নেন রিস টপলি, আদিল রশিদ ও লিভিংস্টোন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.