মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জিতলো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি। আর তার দারুণ বোলিংয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করা এনামুল হক বিজয়কে নাসুম আহমেদের ক্যাচ বানিয়ে শুরু। এরপর সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন।

আর রবি বোপারাকে দারুণ এক ইয়র্কারের বোল্ড করে নিজের হ্যাটট্রিক তুলে নেন মৃত্যুঞ্জয়। যদি বড় লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিল সিলেট। দলীয় মাত্র ৯ রানে ল্যান্ডল সিমন্স (৯) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম।

হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইনগ্রাম ফিরে গেলে বিজয়কে সঙ্গ দিতে পারেননি আলাউদ্দিন বাবু। তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। এরপর মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের পর আর ম্যাচে ফিরতে পারেনি সিলেট। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন ৭ ও মুক্তার আলী ৮ রান করে অপরাজিত ছিলেন।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই ৬২ রানের জুটি গড়েছিলেন উইল জ্যাকস ও কেনার লুইস। যদিও এই জুটির বেশিরভাগ রানই এসেছে জ্যাকসের ব্যাট থেকে। লুইস ১২ বলে ৮ রান করে আউট হয়েছেন সোহাগ গাজীর বলে। লুইস ফিরে গেলে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে আরেকটি জুটি গড়েন জ্যাকস। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫২ রান করে আউট হন এই ইংলিশ ক্রিকেটার। আফিফের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৮ রান।

মিডল অর্ডারে সাব্বির রহমান ২৯ বলে ৩১ ও বেনি হাওয়েল ২১ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে চট্টগ্রামকে বিশাল লক্ষ্য পেতে সাহায্য করেছেন। শেষদিকে নাইম ইসলাম ৮ রান করে ফিরে গেলেও ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.