বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচটি শুরু হয়েছে বেলা দেড় টায়।

এই ম্যাচে টস জিতেছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম একাদশ: কেনার লুইস (উইকেটরক্ষক), শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।

বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিন্ট, নাঈম হাসান, সালমান হোসেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.