এনভয় টেক্সটাইলের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় সভায় এই অনুমোদন নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, আলোচিত শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের কুপন হার হবে ৭ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।

এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ নতুন স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.