ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার। ইংলিশদের গুঁড়িয়ে দেয়ার পর আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েরে শীর্ষে উঠেছে প্যাট কামিন্সের দল। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিনে নেমে গেছে ভারত।
ব্রিসবেনে ৯ উইকেটের বড় জয়ে অ্যাশেজ সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। পরের টেস্টে অ্যাডিলেডে অজিদের হয় ২৭৫ রানে। মেলবোর্নে ইনিংসে ও ১৪ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় কামিন্সের দল। সিরিজের চতুর্থ টেস্টে জিততে না পারলেও শেষ ওভারের রোমাঞ্চে ড্র করে হোয়াইটওয়াশ এড়ায় ইংলিশরা।
যদিও শেষ টেস্টে তেমন কোনো প্রতিযোগিতাই গড়ে তুলতে পারেনি জো রুটের দল। তাতে করে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড। রুটের দলের বিপক্ষে এমন সিরিজ জয়ের পর র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। দুই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
সেঞ্চুরিয়ানে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ভারত। তাতে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বিরাট কোহলিদের। শীর্ষস্থান থেকে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে এসেছে তারা। তাদের রেটিং পয়েন্ট ১১৭।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে এক ধাপ এগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে। এদিকে চারে রয়েছে অ্যাশেজে ভরাডুবি হওয়া ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও এক ধাপ পিছিয়েছে পাকিস্তান। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছয়ে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও সাতে রয়েছে শ্রীলঙ্কা। তালিকার আটে ওয়েস্ট ইন্ডিজ, ৯ নম্বরে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র করলেও র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বশেষ অর্থাৎ দশে রয়েছে জিম্বাবুয়ে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.