কেনিয়াকে ৮০ রানে হারালো বাংলাদেশ

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়া নারী ক্রিকেট দলকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে রিতু মণি ও সালমা খাতুনের ব্যাটিং এবং পরবর্তীতে নাহিদা আক্তারের অসাধারণ বোলিং পারফরম্যান্সে এসেছে এই জয়।

আগে ব্যাটিং নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১২৫ রান। কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানের মধ্যেই ছয় উইকেট হারায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন রিতু ও সালমা। তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। রিতু ৩৪ বলে ৩৯ ও সালমা ৩২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

এছাড়া মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ রান করেন। দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে কেনিয়াকে মাত্র ৪৫ রানেই অল আউট করে বাঘিনীরা। দলটির হয়ে শ্যারন ঝুমাই কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। তার ব্যাটে আসে ২০ বলে ২৪ রান। ৩.৪ ওভার করে একটি মেডেনসহ ১২ রান খরচ করে পাঁচ উইকেট নেন বাংলাদেশের নাহিদা। একটি করে উইকেট পান সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ, সানজিদা আক্তার মেঘলা ও সালমা। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে আট উইকেটে হারায় বাংলাদেশ নারী দল।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.