নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৮ সদস্যের এই স্কোয়াডে নেই মোহাম্মদ নবি। তরুণদের সুযোগ করে দিতে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তাছাড়া নাভীন-উল-হকও এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।
নবী ও নাভিনের অনুপস্থিতিতে এই সিরিজে আফগানিস্তান দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার। এই তালিকায় আছেন ফজল হক ফারুকী, শহিদউল্লাহ কামাল ও হাসান রিয়াজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। সিরিজের পরবর্তী দুইটি ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ জানুয়ারি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।
আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মুজিব-উর-রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, ফজল হক ফারুকী, শহিদউল্লাহ কামাল, ফরিদ মালিক, গুলবাদিন নাইব, ইকরাম আলিখিল, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, সালিম শফি, শরাফউদ্দিন আশরাফ, উসমান গণি ও হাসান রিয়াজ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.