বস্ত্র খাতের কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করবে বিজিএমইএ

বস্ত্র খাতের ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বিজিএমইএ কাজ করে যাচ্ছে, বলে জানান পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে বস্ত্র খাতে ৪ হাজারের বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে মাত্র ৫৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। তাদের পুঁজিবাজারে আনার বিষয়ে বিজিএমইএ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, পুঁজিবাজারে ভালো এবং বড় বড় কোম্পানি তালিকাভুক্ত হয়। আমরা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে কাজ করছি। শুধু তালিকাভুক্ত হলেই তো হবে না, যাতে এসব কোম্পানিতে বিনিয়োগ করে শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.