রাজাপাকশে-পেরেরার আকস্মিক অবসর!

শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) অবসরের চিঠি পাঠিয়েছেন ভানুকা রাজাপাকশে এবং এঞ্জেলো পেরেরা। শ্রীলঙ্কার গণমাধ্যম স্পোর্টস প্যাভিলিয়ন প্রকাশ করেছে এমনই এক প্রতিবেদন। এই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা।

২০১৯ সালের অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন রাজাপাকশে। এরপর থেকে জাতীয় দলের টি-টোয়েন্টি মিশনে নিয়মিত মুখ ছিলেন তিনি। টপ অর্ডার এই বাঁহাতি ব্যাটার শ্রীলঙ্কার জার্সিতে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩২০ রান। জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ানডেতে একটি ও টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি আছে ৩০ বছর বয়সী রাজাপাকশের।

রাজাপাকশের মতো পেরেরার অবসর প্রসঙ্গেও কিছু জানা যায়নি। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ২০১৩ সালের মার্চে, পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। সবমিলিয়ে মাত্র ছয়টি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি। উল্লেখযোগ্য কিছুই করেননি তার ছোটো ক্যারিয়ারে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.