১৪ হাজার মানুষ বুস্টার ডোজ নিয়েছেন আজ

দেশে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। আজ রাজধানীর ৩৮টি হাসপাতালসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৬ জনকে। বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে এসব জানা গেছে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে ৭ হাজার ৫৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫৩ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৫৭৭ জন, রংপুর বিভাগে এক হাজার ৭৩৯ জন, খুলনা বিভাগে ১ হাজার ৭০৫ জন, বরিশাল বিভাগে ১০৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন বুস্টার ডোজ নিয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.