মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় দিনে দুই উইকেট পেয়েছে তারা। এরপর ব্যাট হাতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিমরা।
ওপেনার সাদমান ইসলাম অবশ্য এদিন শুন্য রানে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত ২৭ ও মমিনুল হক ৯ রানে ফিরে যান। ৮২ রানের মধ্যে তিন উইকেট যায় বাংলাদেশের। ব্যাটারদের আসা-যাওয়া দেখতে দেখতে এক সময় হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল।
১৩১ বলে ৬৬ রান করে বিজি র্যান্ডেলের বলে ফিরে যান তিনি। এরপর ৭৪ রানের জুটি গড়েন মুশফিক ও লিটন দাস। মুশফিকের ব্যাটে আসে ৬৬ রান। লিটন করেন ৪১ রান। শেষের দিকে ইয়াসির আলী রাব্বি ২১ রান করেন। ২০ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদি। তাসকিন আহমেদের ব্যাটে আসে ১০ রান। নিউজিল্যান্ড একাদশের সাত উইকেটে ১৪৬ রানের জবাবে বাংলাদেশ দল করে আট উইকেটে ২৬৯ রান। ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে।
প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন আবু জায়েদ রাহী। তাসকিন নেন দুটি উইকেট। এই পাঁচটি উইকেট প্রথম দিনেই নেন এ দুজন। দ্বিতীয় দিনে শেখ মেহেদি নেন আরও দুটি উইকেট।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.