প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ডের টাকা ব্যবহারে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা প্ল্যান্ট এবং মেশিনারি অধিগ্রহণ সংক্রান্ত আয়ের আইপিও ব্যবহার সংশোধনের অনুমোদন দিয়েছে। প্রসপেক্টাসের মতো কোন বেকিং মেশিনের পরিবর্তে কোম্পানি এখন বাজারের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানিয়ে নিতে এবং আইসক্রিমের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর লক্ষ্যে রোলো স্টিক আইসক্রিম মেশিন এবং সহযোগী যন্ত্রপাতি সংগ্রহ করতে চায়।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.