ব্যাংকগুলোকে খাতভিত্তিক বকেয়া ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকের ই-মেইলে পাঠানোর পরিবর্তে সফটওয়্যারে আপলোডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বর থেকে সংশোধিত ফর্মুলা অনুযায়ী খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী (ডিবি-৮) ই-মেইলে পাঠানোর বদলে র্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরইটি) এর মাধ্যমে ‘সেক্টর কনসেনট্রেশন সিস্টেম’ সফটওয়্যারে আপলোডের নির্দেশনা প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীতে বকেয়া ঋণের স্থিতি, ঋণ আদায় ও বিতরণের পরিমাণ নিরূপণের ফর্মুলা সংশোধনের পাশাপাশি নতুন ২টি খাত ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, লেদার অ্যান্ড লেদার বেইজড ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত করা হয়।
অর্থসূচক/এমএস/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.