বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৬০ রানে হারিয়ে যুব এশিয়া টানা দ্বিতীয় পেয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তাতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লঙ্কান যুবারা। টানা দুই ম্যাচ হারে বাদ পড়েছে নেপাল এবং কুয়েত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ১৩১ রান এসেছে সাদিশা রাজাপাকশের ব্যাট থেকে। এ ছাড়া চামিন্দা বিক্রমাসিংহে করেছেন ১১১ রান।

নেপালের যুবাদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আদিল আলম। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন দেব খানাল এবং বিবেক যাদব। জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬২ রানে থামে নেপালের যুবাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন অর্জুন সাদ।

এ ছাড়া বিবেক ৪৫, বাশির আহমদ ৪৩ এবং ৩৪ রান করেছেন সান্তোষ কার্কি। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মাথিশা পাথিরানা ও রাভিন ডি সিলভা। তাতে দুটি করে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এদিকে দুটি করে হারে নেপাল ও কুয়েতের পয়েন্ট শূন্য।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.