রাজধানীর বাড্ডায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে গুলি করার মামলায় সন্ত্রাসী জিসান গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বাড্ডায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে গুলি করার মামলায় সন্ত্রাসী জিসান গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়।
এ বিষয়ে আগামীকাল সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.