৭০০ কোটি টাকা সংগ্রহ করবে দুই ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বন্ড অনুমোদন করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হচ্ছে- মেঘনা ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংক দুটি বন্ড ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেঘনা ব্যাংক লিমিটেড: ২০০ কোটি টাকার Non-Convertible, Fully Redeemable, Coupon Bearing sub-ordinated bond এর প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ডটি ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ শতাংশ (Floor) থেকে ৯ শতাংশ (Ceiling) যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে মেঘনা ব্যাংক লিমিটেড Additional Tier-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড: ৫০০(পাঁচশত) কোটি টাকার Non-convertible Unsecured Floting Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ডটির ৫০০(পাঁচশত) কোটি টাকা প্রাইভেট প্রেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে।বন্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০০০০০০০ (এক কোটি) টাকা। বন্ডটির কুপন হার ৭%(Floor) থেকে ৯%(Ceiling) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারিকাযুক্ত ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেড Additional Tier-II মুলধনের ভিত্তি শক্তিশালী করবে।

অর্থসূচক/এমআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.