গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রয়াসে সাউথইস্ট ব্যাংক লি. বনানী শাখা এখন আরো বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। অটোগ্রাফ (২য় তলা), ৬৭ ও ৬৮ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত বনানী শাখা’র কার্যক্রম উদ্বোধন করা হয়। সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত বনানী শাখা’র উদ্বোধন করেন।
বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক লি. ও বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লি. (আরটিভি) এর চেয়ারম্যান মোর্শেদ আলম, এমপি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লি.ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য এম. এ. কাশেম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আজিম উদ্দিন আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ – মিসেস রেহানা রহমান, মো: আকিকুর রহমান, রাইয়ান কবির, বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম.মনিরুজ্জামান খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.