সাপের কামড়ে আহত সালমান খান

বলিউড শীর্ষ অভিনেতা সালমান খানকে সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে বলিউড ‘ভাইজান’কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নভি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

রোববার (২৬ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের রাইগাদ জেলার পানভেলে সালমানের বিলাসবহুল খামারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, সালমানকে দ্রুত মুম্বাইয়ের কামোথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। তবে সেই সাপের বিষ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামীকাল সোমবার জন্মদিনের আগে তিনি খামারবাড়িতে ছিলেন। বিশাল এলাকার বাড়িটি জঙ্গলে ঘেরা। সেখানে নানা জাতের গাছ-গুল্ম, পশু-পাখি আছে। আর সেখানেই ভোররাতে তাকে সাপে কামড়ায়। জানা গেছে, সালমানকে যে সাপ কামড়েছে তা বিষাক্ত নয়। তাই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত ফার্ম হাউসেই বিশ্রাম নিচ্ছেন তিনি।

এ বিষয়ে ভক্তদের চিন্তিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সালমানের ঘনিষ্ঠজন ও বাগানবাড়ির দায়িত্বে থাকা সইংশ্লিষ্টতা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.