মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ৫০ রান করেছেন জো রুট। আর তাতেই দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের গড়া একটি রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন রুট।
রেকর্ডটি পূর্বে স্মিথের দখলে ছিল। ২০০৮ সালে পুরো বছরজুড়ে এক হাজার ৬৫৬ রান করেছিলেন স্মিথ। এবার তাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়া রুট চলতি বছরে করলেন এক হাজার ৬৮০ রান। অধিনায়ক বাদে, টেস্ট ক্রিকেটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে টেস্ট ক্রিকেটে এক হাজার ৭৮৮ রান করেন পাকিস্তানের সাবেক এই ব্যাটার।
এবার তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রুটের সামনে। চলতি মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ১০৯ রান করতে পারলে ইউসুফকে ছাড়িয়ে যেতে পারবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।
১৯৭৬ সালে টেস্ট ক্রিকেটে এক হাজার ৭১০ রান করেছিলেন রিচার্ডস। বর্ণীল এই রেকর্ডে বর্তমানে তৃতীয় স্থানে আছেন রুট। কাজেই মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩১ রান করতে পারলে রিচার্ডসকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে রুটের সামনে। চলতি মেলবোর্ন টেস্টে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে দলটি। সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে রুটের দল।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.