ভোট শুরুর আগেই প্রার্থীর মৃত্যু

ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী হয়েছিলেন। ফুটবল প্রতীকে পুরোদমে প্রচারও চালিয়েছেন। ভোট ঘিরে ছিল নানা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়ন হলো না। ভোট শুরুর ঘণ্টাদুয়েক আগে মারা গেলেন মনির উদ্দিন তালুকদার।

তিনি চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।

জানা যায়, রোববার ভোর ছয়টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার।

রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা জানান, প্রার্থী মারা গেলেও সেখানে ভোটগ্রহণ চলছে। মনির উদ্দিন নির্বাচিত হলে সেখানে উপনির্বাচন হবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.