ইসলামী ব্যাংকের আশকোনা উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ঢাকার হাজী ক্যাম্প শাখার অধীনে আশকোনা উপশাখা চালু করেছে।বৃহস্পতিবার( ২৩ ডিসেম্বর)  প্রধান অতিথি হিসেবে  উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো.
আনিসুর রহমান রহমান নাঈম ও মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন হাজী ক্যাম্প শাখাপ্রধান সাইফুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনর্চাজ মো. মুহসিনুল কবির। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.