ঝালকাঠিতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৭০ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৯০ ভাগ দগ্ধ ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা ৫ ও ১০ ভাগ দগ্ধ হওয়ায় তারা শঙ্কামুক্ত। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. সাইফুল ইসলাম।
এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত ৪০ জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক জহর আলী।
ডা. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭০ জন দগ্ধ রোগীকে ঝালকাঠি থেকে বরিশালে পাঠানো হয়। দগ্ধ রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্ধশতাধিক চিকিৎসক আনা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকেও একটি টিম চিকিৎসার জন্য রওনা হয়েছে। চিকিৎসা ও ওষুধের কোনও সমস্যা নেই।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.