নাঈমের ঘূর্ণিতে ইস্ট জোনের নাটকীয় জয়

মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ব্যাটে তৃতীয় দিনে সহজ জয়ের দ্বারপ্রান্তে ছিল সেন্ট্রাল জোন। কিন্তু ইস্ট জোনের স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে সেই ম্যাচেও হেরে গেল সেন্ট্রাল জোন। নাঈমের ছয় উইকেটের সুবাদে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোন জিতেছে দশ রানের ব্যবধানে।

লক্ষ্য ছিল ১৯৯ রান। মিঠুন ও সৌম্যের নৈপুণ্যে আগের দিন সেন্ট্রাল জোন করে এক উইকেটে ৮৭ রান। মিঠুন ছিলেন ৪২ রানে, সঙ্গী সৌম্য ৩৩ রানে। ম্যাচের শেষদিনের প্রথম সেশনেও দাপট দেখান এই দুজন।

যদিও দুজনই ফিরেছেন নাঈমের ঘূর্ণিতে। ৭৩ রান করে সৌম্য বিদায় নেয়ার পর প্যাভিলিয়নে ফেরেন ৬০ রান করা মিঠুনও। দুজনই লেগ বিফোর উইকেটের শিকার। ১৪৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেন্ট্রাল জোনের ব্যাটিং লাইনআপ।

সালমান হোসেন ইমন ১৮, তাইবুর রহমান ৪, অধিনায়ক শুভাগত হোম ৪ ও উইকেটরক্ষক জাকের আলী অনিক করেন এক রান। নাইমের পাশাপাশি তানভির ইসলামও তুলে নেন দুই উইকেট। ফলে ১৮৮ রানে থামে সেন্ট্রাল জোনের ইনিংস। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ইস্ট জোন করে যথাক্রমে ২৪৫ ও ২২৭ রান। সেন্ট্রাল জোন নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছিল ১৮০ রান।

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.