দায়িত্ব ছাড়ার কারণ জানালেন আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনসের প্রধানের পদ থেকে মঙ্গলবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন আকরাম খান। একই দিন বিকেলে সংবাদমাধ্যমের আছে জানালেন নিজের এমন সিদ্ধান্তের পেছনের কারণ।

পারিবারিক কারণে বিসিবির গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে আকরাম জানান নিজের সিদ্ধান্ত শিগগির বোর্ডপ্রধানকে জানাবেন।

আকরাম বলেন, ‘পারিবারিক কারণে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেব। আগামীকাল তার সঙ্গে দেখা হবে। আমি দুপুরে তাকে ফোন করেছিলাম কিন্তু পাইনি।’

বিসিবির পক্ষ থেকে যদি অন্য কোনো দায়িত্ব নিতে বা পুরনো দায়িত্বে বহাল থাকতে বলা হয় তাহলে সেটা করবেন কি না এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘বোর্ড সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

এর আগে সোমবার বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে আকরামের দায়িত্ব ছেড়ে দেয়া নিয়ে।

গতকাল পর্যন্ত সাবেক এ অধিনায়ক নিজে বিসিবি বা সংবাদমাধ্যমকে কিছু না জানালেও, তার স্ত্রী সাবিনা আকরামের অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে লেখা ছিল, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

এরপর আকরাম বা সাবিনা আকরামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.