খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চাওয়া রিটের শুনানি বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর) শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে ২০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিট আবেদনে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১(১) ধারা এবং সংবিধানের ১১, ২৮(৪), ৩২ ও ৪৯ অনুচ্ছেদের বর্ণনা তুলে ধরা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.