সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং ই-কমার্স সেবা ও প্রযুক্তি প্রতিষ্ঠান, এস এস এল কমার্জের মধ্যে এক যৌথ চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির অধীনে এস এস এল কমার্জের প্রযুক্তি সহায়তায় ব্যাংকের ডিজিটাল ওয়ালেট বাংলাপে’র গ্রাহকদের জন্য বিভিন্ন পন্যের দোকান ও সেবা প্রতিষ্ঠানে কিউ আর কোডের মাধ্যমে কেনাকাটা/লেনদেন সুবিধা দিতে এক বিশেষ সেবা উদ্বোধন করা হয়।
এ সেবার আওতায় এসবিএসি ব্যাংকের বাংলাপে ওয়ালেট ব্যবহারকারীরা সারাদেশের প্রায় ৫০ হাজার দোকান, রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, বিনোদন ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে বাংলাপে অ্যাপের মাধ্যমে বাংলা কিউ আর কোড স্ক্যান করে সহজেই কেনাকাটা ও সেবা গ্রহণ করতে পারবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূইয়া, লিগ্যাল অ্যাফেয়ার্স এ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান মো. আবদুল্লাহ এবং এস এস এল কমার্জের গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার রিয়াজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.