মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত

বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচলনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান সালেক টেক্সটাইলের আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে কোম্পানিটির আরএমজি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে।

ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানিতে ৯৭.৯২৫ শতাংশ শেয়ার আছে। কোম্পানিটি লোকসান এবং কারখানা ও ফ্যাক্টরি প্রাঙ্গনের লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আরএমজি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে।

সালেক টেক্সটাইলের কারখানা, মেশিনারিজ, প্লান্ট এবং অন্যান্য জিনিস বিক্রি করে কোম্পানিটির ঋণ মেটানো হবে।

সালেক টেক্সটইলের আরএমজি ইউনিট বন্ধের জন্য প্যারেন্ট কোম্পানি হিসাবে মালেক স্পিনিংকে কোনো তহবিল সরবরাহ করতে হবে না।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.