রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার দক্ষিণ সিটি করপোরেশনের ডাস্টবিন থেকে অজ্ঞাত নারীর (৩০) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘ওই নারীকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছি। তবে তাকে কেন ময়লার ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি। ওই নারীর লাশ দেখতে পান ময়লার ডিপোর দায়িত্বে থাকা সফিক নামের এক ব্যক্তি। তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.