প্রতি জেলায় বিএনপির নয় দিনের বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ৯ দিন সারাদেশের জেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে বিক্ষোভের জন্য দলের কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সকল জেলায় ২২ ডিসেম্বর থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন।

বিএনপি মহাসচিবের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সমস্ত প্যারামিটারগুলো নিচের দিকে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগরের নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালামসহ অনেকে।

এর আগে আজ সকালে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.