রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মচারী নিহত

রাজধানীর খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাবিবুর রহমান মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার দিকে নিকুঞ্জ-১ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি কুড়িল বিশ্বরোডে শেওড়া বাজার এলাকায় থাকতেন।

নিহতের ভাই মো. মিজানুর রহমান বলেন, আমার ভাই উত্তরা ইসলামী ব্যাংকের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। সকালে নিকুঞ্জ-১ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.