করোনায় আক্রান্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডে অবস্থানরত দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কিউই সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকলেও হালকা জ্বর রয়েছে হেরাথের। তবে অন্য আর কোনো ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্যের মাঝে কোনো উপসর্গ নেই। কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটারদের আজ আবারও করোনা পরীক্ষা করানো হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে দলের সঙ্গে থাকা আর কেউ করোনা আক্রান্ত হয়েছেন কিনা।

বাংলাদেশ দল বর্তমানে ৭ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে। তবে পুরো দল থেকে আলাদা করে রাখা হয়েছে হেরাথকে। এদিকে বাংলাদেশের ফ্লাইটে থাকা একজন যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় এবং তাঁর কাছাকাছি থাকায় বাংলাদেশ দলের পাঁচজনের কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়ানো হয়েছে।

তাঁরা হলেন- টেস্ট অধিনায়ক মুমিনুল হক, স্পিনার মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানের বদলি হিসেবে ডাক পাওয়া ফজলে রাব্বি, ইয়াসির আলী রাব্বি এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

নিউজিল্যান্ড সফরে মাত্র দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২০২২ সালের ১ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.