চট্টগ্রামের লোহাগাড়া থানার দরবেশহাট এলাকা থেকে জঙ্গি সন্দেহে সাজ্জাদ হোসেন শাকিল (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে দরবেশহাট বাজারের নিউ দরবেশীয়া কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার সাজ্জাদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সে লোহাগড়ার সরকারপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, সোমবার বিকালে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল লোহাগাড়া ওই স্টুডিওতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি সিমকার্ড, একটি ল্যাপটপ, উগ্রবাদী বই এবং বিভিন্ন উগ্রবাদী কনটেন্টসহ ২৭ পৃষ্ঠা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সর্কেলের সহকারী পুলিশ সুপার শিবলী নোমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম ইউনিটের এক এসআই বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলায় বলা হয়েছে, গ্রেফতার সাজ্জাদ ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি, দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিলেন। অনলাইনে এ সংক্রান্ত প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন। তিনি আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য চারটি ফেসবুক আইডি ব্যবহার করছেন। তিনি ও তার সহযোগীরা জিহাদের জন্য অপরাপর সদস্যদের প্রশিক্ষণ, নতুন সদস্য সংগ্রহের বিষয়ে উদ্বুদ্ধ করতেন।
লোহাগড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ বলেন, ‘পুরো বিষয়টি অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা দেখছেন। আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.