জিহাদের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে রুল দেয়।

গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও, প্রধান প্রকৌশলী এবং ঢাকা জেলা প্রশাসকসহ ১০জনকে রুলের জবাব দিতে হবে।

জিহাদের বাবা ও আইন অধিকার (বিডি) ফাউন্ডেশনের রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার, সঙ্গে ছিলেন সৈয়দ মহিদুল কবির, মোহাম্মদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের দেয়াল চাপা পড়ে জিহাদ মারা যায়।

জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নাজির হোসেন জানান, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়তো। ওই দিন ছেলেকে নিয়ে তিনি আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.